শরীর ব্যথার দোয়া - হাত পা মচকানোর দোয়া
শরীর ব্যথার দোয়া পাঠ করলে শরীর ব্যথা সেরে যায়। তাই শরীরে ব্যাথা হলে শরীর ব্যথার দোয়া পাঠ করা উচিত। শরীর ব্যথার দোয়া পাঠ করতে চাইলে অবশ্যই আপনাকে তার মুখস্ত করে রাখতে হবে। নিচে, শরীর ব্যথার দোয়া তুলে ধরা হবে। চাইলে আপনি নিম্ন বর্ণিত দোয়াটি মুখস্ত করে নিতে পারেন।
পেজ সূচিপত্র: শরীর ব্যথার দোয়া - হাত পা মচকানোর দোয়া
শরীর ব্যথার দোয়া
অনেক সময় শরীরে ব্যথা অনুভূত হয়। শরীরে যদি ব্যথা অনুভূত হয় সে ক্ষেত্রে আপনি ঔষধ সেবনের পাশাপাশি শরীর ব্যথার দোয়া পাঠ করতে পারেন। শরীর ব্যথার দোয়া খুবই গুরুত্বপূর্ণ। শরীর ব্যথার দোয়া সম্পর্কে হাদিসে বলা হয়েছে,
আবুল আস সাকাফি (রা:) বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় কাবু করে ফেলেছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, "তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখ, ৩ বার: بِسْمِ اللَّهِ বিসমিল্লাহ বল এবং ৭ বার এই দোয়াটি পাঠ করো-
শরীর ব্যথার দোয়া আরবি উচ্চারণ: أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
শরীর ব্যথার দোয়া বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আঝিদু ওয়া উহাজিরু।
হাত পা মচকানোর দোয়া
শরীরের কোন স্থান যদি মচকে যায়, আঘাতপ্রাপ্ত হয় তাহলে। নির্দিষ্ট নিয়মে নিম্ন বর্ণিত দোয়াটি পাঠ করতে পারেন। নিচে বর্ণিত, হাত পা মচকানোর দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আশা করা যায়, উপকৃত হতে পারবেন। আসুন দেখে নেই, হাত পা মচকানোর দোয়া। হাত পা মচকানোর দোয়া বা শরীরে জখম হওয়ার দোয়া সম্পর্কে বলা হয়েছে,
হজরত আয়েশা (রা:) বর্ণনা করেন, কোনো ব্যক্তি তার শরীরের কোনো অঙ্গে যদি ব্যথা অনুভব করতো অথবা শরীরের কোনো স্থানে ফোড়া দেখা দিতো বা জখম হতো তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ব্যথার স্থানে) আঙ্গুল বুলাতে বুলাতে নিম্ন বর্ণিত দোয়াটি বলতেন।
হাত পা মচকানোর দোয়া আরবি উচ্চারণ: بِسْمِ اللهِ تُرْبَةُ اَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا لِيُشْفَىْ بِهِ سَقِيْمُنَا بِاِذْنِ رَبِّنَا
হাত পা মচকানোর দোয়া বাংলা উচ্চারণ: "বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আঝিদু।"
বুকে ব্যথা কমানোর দোয়া
বুকে ব্যথা কমানোর দোয়া যথা নিয়মে পাঠ করলে আশা করা যায়, আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে। বুকের ব্যথা দূর করার জন্য নিম্ন বর্ণিত দোয়াটি ৪১ বার পাঠ করতে হবে। আপনি যদি নিচে উল্লেখিত, বুকে ব্যথা কমানোর দোয়া প্রতিদিন ৪১ বার পাঠ করেন, আশা করা যায় আপনি উপকৃত হতে পারবেন। বুকে ব্যথা কমানোর দোয়া নিচে তুলে ধরা হলো। আসুন দেখে নেয়া যাক, বুকে ব্যথা কমানোর দোয়া।
বুকে ব্যথা কমানোর দোয়া আরবি উচ্চারণ: وَيُسَبِّحُ ٱلرَّعْدُ بِحَمْدِهِۦ وَٱلْمَلَـٰٓئِكَةُ مِنْ خِيفَتِهِۦ وَيُرْسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمْ يُجَـٰدِلُونَ فِى ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلْمِحَالِ
বুকে ব্যথা কমানোর দোয়া বাংলা উচ্চারণ: ওয়া ইউছাব বিহুর রা‘দুবিহামদিহী ওয়াল মালাইকাতুমিন খীফাতিহী ওয়া ইউরছিলুস সাওয়া-‘ইকা ফাইউসীবুবিহা- মাইঁ ইয়াশাউ ওয়া হুম ইউজা-দিলূনা ফিল্লা-হি ওয়া হুওয়া শাদীদুল মিহা -ল। (সূরা রা'দ: ১৩)
কানের ব্যথা দূর করার দোয়া
কানের ব্যথা খুবই যন্ত্রনাদায়ক একটি ব্যথা তাই এই ব্যথা থেকে যত দ্রুত মুক্তি লাভ করা যায় ততই ভালো। কানের ব্যথার চিকিৎসা করার পাশাপাশি আপনি কানের ব্যথা দূর করার দোয়া করতে পারেন। ব্যথার দোয়া যদি পান করেন তাহলে আশা করা যায় খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।
কানের ব্যথা দূর করার দোয়া নিচে উল্লেখ করা হয়েছে। আপনার যদি কানের ব্যথা থেকে থাকে তাহলে আপনি নিচে উল্লেখিত, কানের ব্যথা দূর করার দোয়া মুখস্ত করে নিতে পারেন। নিম্ন বর্ণিত কানের ব্যথা দূর করার দোয়াটি প্রতিদিন কমপক্ষে দুইবার পাঠ করতে হবে। আপনি যদি দোয়াটি কমপক্ষে দুইবার দিনে পাঠ করেন তাহলে আশা করা যায় ভালো ফলাফল পাবেন। যাইহোক আসুন দেখে নেই, কানের ব্যথা দূর করার দোয়া।
কানের ব্যথা দূর করার দোয়া বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমায়িকাল হুসনা ইয়া খালিকু ইয়া ছাদিকু ইয়া ফারিকু দাফিয়ু ইয়া রাযিকু ইয়া শাফিয়ু ইয়া সাবিকু সুবহানাকা ইয়া লা-ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়ালিমীন।
দাঁত ব্যথার দোয়া
শরীর ব্যথার দোয়া উপরে তুলে ধরা হয়েছে। দাঁত ব্যথার দোয়া পাঠ করলে খুব দ্রুত দাঁত ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। তাই যদি আপনি দাঁত ব্যথার মত সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে নিম্ন বর্ণিত দাঁত ব্যথার দোয়াটি নিয়মিত পড়তে পারেন। আশা করা যায় নিম্ন বর্ণিত দোয়াটি পড়লে দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। নিচে উল্লেখিত, দাঁত ব্যথার দোয়াটি সাধারণ কোন দোয়া নয়। বরং নিম্ন বর্ণিত, দাঁত ব্যথার দোয়াটি পবিত্র কুরআনের সুরা মুলকের ২৩ নম্বর আয়াত।
দাঁত ব্যথার দোয়া আরবি উচ্চারণ: قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
দাঁত ব্যথার দোয়া বাংলা উচ্চারণ: কুল হুয়াল্লাজি আংশাআকুম ওয়া ঝাআলালাকুমুস সাম্আ ওয়াল আব্ছারা ওয়াল আফয়িদাতা ক্বালিলাম্মা তাশকুরুন।’ (সুরা মুলক : আয়াত ২৩)
ঝাড়ার দোয়া
ঝাড়ফুক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে উল্লেখিত ঝাড়ার দোয়াটি পাঠ করতেন। তাই আপনিও যদি ঝাড়ফুক করতে চান, তাহলে নিচে উল্লেখিত, ঝাড়ার দোয়াটি মুখস্ত করে নিতে পারেন। আপনি যদি নিচে উল্লেখিত, ঝাড়ার দোয়া মুখস্ত করে রাখেন তাহলে তার যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।
ঝাড়ার দোয়া আরবি উচ্চারণ: اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
ঝাড়ার দোয়া বাংলা উচ্চারণ: "আল্লাহুম্মা রাব্বান-নাসি, মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা শিফায়ান লা ইয়ুগাদিরু সুক্বামা।" (বুখারি)
ঘাড় ব্যথা কমানোর দোয়া
আপনি যদি ঘরের ব্যথা নিরাময় করার জন্য ঘাড় ব্যথা কমানোর দোয়া পাঠ করতে চান, তাহলে নিচে উল্লেখিত ঘাড় ব্যথা কমানোর দোয়া মুখস্ত করে নিয়ে তা পাঠ করতে পারেন। চাইলে আপনি নিম্ন বর্ণিত, ঘাড় ব্যথা কমানোর দোয়াটি দেখে দেখেও পাঠ করতে পারবেন কোন সমস্যা নেই। নিয়মিতভাবে কিছুদিন যদি আপনি ঘাড় ব্যথা কমানোর দোয়াটি পাঠ করেন আশা করা যায় ঘাড়ের ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারবেন।
ঘাড় ব্যথা কমানোর দোয়া আরবি উচ্চারণ: بِسْمِ اللهِ تُرْبَةُ اَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا لِيُشْفَىْ بِهِ سَقِيْمُنَا بِاِذْنِ رَبِّنَا
ঘাড় ব্যথা কমানোর দোয়া বাংলা উচ্চারণ: "বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লি-ইউশফা সাক্বিমুনা বি-ইজনি রাব্বিনা"
শেষ কথা
যেকোনো রোগ হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন দোয়া পাঠ করতেন। তাই আপনিও ঔষধ সেবন করার পাশাপাশি রোগ নিরাময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এই আর্টিকেলটিতে শরীর ব্যথার দোয়া, কানের ব্যথা দূর করার দোয়া এবং ঝাড়ার দোয়া সহ আরও বিভিন্ন রোগের দোয়া উল্লেখ করা হয়েছে। আশা করি এই আর্টিকেলটিতে উল্লেখিত দোয়া গুলো আপনার উপকারে আসবে। ১৬৪১৩
জানবো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url