হাসির,রোমান্টিক,কঠিন ধাঁধা উত্তর সহ
প্রিয় পাঠক আপনি কি হাসির ধাঁধা উত্তর সহ জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে হাসির ধাঁধা উত্তর সহ এবং রোমান্টিক ধাঁধা উত্তর সহ বলবো।
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন কঠিন ধাঁধা উত্তর সহ। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।
ভূমিকা
ধাঁধা অনেক কঠিন একটা বিষয়। ধাঁধার মধ্যে অনেক কিছু লুকানো থাকে। সবাই ধাঁধা পারে না। আপনি যদি কাউকে ধাঁধা জিজ্ঞেস করেন এবং সে উত্তর তার না জানা থাকে তাহলে আপনি তার সামনে অনেক স্মার্ট সাজতে পারবেন। ধাঁধা অনেক রকমের হয়ে থাকে হাসির মজার কঠিন রোমান্টিক বুদ্ধির ইত্যাদি। ধাঁধা শুনতে কঠিন হলেও সেসবের উত্তর একেবারেই সহজ হয়।
রোমান্টিক ধাঁধা উত্তর সহ
অনেক রকমের রোমান্টিক ধাঁধা রয়েছে যেগুলো একটু রোমান্টিক হয়। মাঝে মধ্যে প্রেমিক প্রেমিকা বা বেস্ট ফ্রেন্ডরা এই জাতীয় রোমান্টিক ধাঁধা খেলে থাকে।
- প্রেমিকাকে মানাতে এই ফর্মুলার জুড়ি মেলা ভার,যার সঙ্গী আবার মোমবাতি আর খাবার, কী সেই ফর্মুলা? উত্তর: ক্যান্ডল লাইট ডিনার
- এতটুকু মেয়ে,তার লাল টুকটুকে বরণ রাজা বাদশাও কেঁদে আকুল এমন স্বভাব ধরণ। উত্তরঃ পাকা মরিচ
- আমি কখনও খুশি,কখনও দুঃখী, তো কখনও আবার ভয়ে থাকি,কখনও আমার প্রকাশ ঘটে,কখনও নয়,আমি বারে-বারে ফিরে আসি মানুষের মনে,কে আমি বলতে পারেন। উত্তর: অনুভূতি
- যত টানবে, তত বাড়ব,তোমার বুকের সঙ্গে লেগে থাকব,আবার বিপদে তোমার প্রাণও বাঁচাব। উত্তর: সিট বেল্ট
- একটা কাপড় শুকাতে ৫ মিনিট সময় লাগে তা হলে ৫ টি কাপড় শুকাতে কত সময় লাগবে। উত্তর: পাঁচ মিনিট
- একটু খানি পুকুরটা জল টলমল করে ছোট একটু কণা পড়লে সর্বনাশ করে। উত্তর: চোখ
- মুখের মধ্যে হাসি নিয়ে যায় পর পুরুষের কাছে। যাবার সময় কান্নাকাটি করলেও, যখন ভিতরে যায় তখন সে মিষ্টি সুরে হাসে। বলুন সেটি আসলে কি – উত্তরঃ মেয়েদের হাতের চুরি
- যদি তুমি অল্প করে দাও, তাহলে তোমার ভালো লাগবে। যদি তুমি বেশি করে দাও, তাহলে সেটা বিষে পরিণত হবে। এখন তোমাকে বলতে হবে সেটা কি? উত্তরঃ – লবণ
- আমি দেখতে অনেকটা লম্বা এবং আমার শরীর অনেক শক্ত। কিন্তু আমার ভেতরের অংশ গুলো খুবই নরম। আপনি কি জানেন আমি কে? উত্তরঃ – শসা।
- যদি তুমি কাটো তাহলে সে অনেক বেড়ে যাবে। এবং একটা সময় তুমি জল পাবে। তুমি কি জানো সেটি কি? উত্তরঃ – পুকুর
- সাগরের মাঝে জন্ম তার কিন্তু আকাশে করে বসবাস। যখন সে তার মায়ের কোলে ফিরে যেতে চায়। ঠিক তখনই হয় তার জীবন্ত লাশ। আপনি কি জানেন, তার নাম কি? উত্তরঃ – মেঘ।
- যখন আমরা ঘুমাই তখন আমরা চোখ বন্ধ করে রাখি। কিন্তু এমন কোন সময় টা রয়েছে, যে সময় আমরা নিজের চোখ বন্ধ রাখি? উত্তরঃ – হাঁচি দেয়ার সময়।
- সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে? উত্তর : তোমার ছায়া।
- ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী? উত্তর : বোতল।
- হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে। উত্তরঃ মেয়েদের হাতের চুঁড়ি।
- কচুরও হয়, কানেরও হয় কোন সে জিনিসটি উলটে পাবে শষ্যদানা নামটি বল কী? উত্তরঃ লতি
কঠিন ধাঁধা উত্তর সহ
ধাঁধা সব সময় কঠিনই হয়ে থাকে। ধাঁধা যদি কঠিন না হয় তাহলে সে ধাধার মধ্যে মজা নাই। ধাঁধা যত কঠিন সেই ধাঁধা মানুষকে জিজ্ঞেস করে তত বেশি মজা হবে।
- বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে,পানির মধ্যে ছেড়ে দিলে, ছোলা হয়ে ভাসে। উত্তরঃ ব্যাঙ।
- অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা ? উত্তর: জুতো।
- কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা। উত্তরঃ আঠার হাজার পাতা।
- কোন ফুল ,ফুল নয়। উত্তর: বিউটিফুল।
- জল ছাড়া নদী,পাথর ছাড়া পাহাড়এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়। উত্তর: একটি ম্যাপে।
- আসবে তারা যাদের স্বভাব, ভাত ছড়ালে হবে না অভাব। উত্তর: কাক।
- আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা, ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা। উত্তর: পান।
- আঘাত নয়,দেশের নাম,বলতে পারলে সম্মান। উত্তর: ঘানা।
- কদমের ভাই সজন রায়,একশ’ আটটা জামা গায়।তবু তার সাধ মেটে না,আরও সে জামা চায়। উত্তর: কলাগাছ।
- কলের মধ্যে পা দিয়েছি, তাইতো আমায় পেলে। বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে। উত্তরঃ কপাল।
- কোন শহর খুলতে মানা,তা কি তোমার আছে জানা। উত্তর–খুলনা।
- কোন পাখির ডিম নাই, বলো তো দেখি। বলতে না পারলে বুঝবো বুদ্ধি নাই ঘটে। উত্তরঃ বাদুর।
- উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা। উত্তরঃ পেস্তাগাছ।
- সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজের। বলো কি সে? উত্তরঃ মাটির হাঁড়ি।
- শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ, দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ। উত্তরঃ মশারী।
- সুখাদ্য মোটেও না তবু লোকে খায় হুমড়ি খেয়ে অসর্তকে পড়ি এ ধরায় বৃদ্ধরা খায় যদি, করে হায় হায় যুবকে খেলে পরে লাজে মরে যায়। উত্তরঃ আছার।
- তোমার ঘরে আমার ঘরে সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে পানির রাস্তা হয় শেষের অক্ষর বাদ দিলে সবাই জ্ঞাত হয়। পেট কাটলে সবাই অস্থিত হয়। বলুনতো দিকি তা কি হয়? উত্তরঃ জানালা।
- হাত নেই পা নেই সব মানুষকে ধরে প্রভাবে কাতর হয় মাথা নুয়ে পড়ে। উত্তরঃ মাথা ধরা ।
- চলতে চলতে খসলো শির মাথা কাটলে চললো ফির। উত্তরঃ পেন্সিল।
- পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ, বৃদ্বকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ। উত্তরঃ বাঁশ।
হাসির ধাঁধা উত্তর সহ
ধাঁধা মূলত হাসির খোরাক। হাসি তামাশার জন্য একে অপরকে ধাঁধা জিজ্ঞেস করে। ধাঁধার মধ্যে সব সময় এক ধরনের হাসি লুকায়িত থাকে। যখন কেউ ধাঁধার উত্তর দিতে না পারে তখন সে এমনিতেই হেসে দেয়।
- কি নেমে আসে কিন্তু উপরে উঠে না? উত্তর: বৃষ্টি
- অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট কী? উত্তর: একটি মোমবাতি
- তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না। আমি কি? উত্তর : একটি প্লেট।
- পরিষ্কার হলে কালো এবং নোংরা হলে সাদা কি? উত্তর: একটি চকবোর্ড।
- দাদা ছাতা নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভিজেনি। এটা কিভাবে সম্ভব? উত্তরঃ দাদা টাক।
- হাত-পা নেই তার বুক পেতে চলে, নিজেকে গোপন করে কারো পরশ পেলে। উত্তরঃশামুক।
- তিন বর্ণে নাম আমার বিদ্যানের সাথি, মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি। উত্তরঃ কাগজ ।
- সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বা রবিবার শব্দটি ব্যবহার না করে তুমি কি টানা তিন দিনের নাম বলতে পারবে? উত্তরঃ = গতকাল, আজ এবং আগামীকাল।
- জন্মে ছিল ফর্সা সাদা কাজের জন্য কালো এক ডুব খায় এক গাদা মাছ নামটি তাহার বল। উত্তরঃ জাল।
- কত,র মধ্যে কত বাদ দিলে কত থাকবে ? উত্তরঃ র
- কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায়? উত্তরঃ বালিশ
- কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না ? উত্তরঃ মাছ
- কে ১০ কেজি লোহা তুলতে পারে , কিন্তু ১ কেজি তুলা তুলতে পারে না ? উত্তরঃ চুম্বক।
- জল নয় তবুও লোকে জল বলে বলো কোন জল ? উত্তরঃ কাজল ।
- কোন তারাতে গান বাজনা হয় ? বলো তো দেখি। উত্তরঃ একতারাতে।
- মুখে বল বাহা রে লেজ নাই আহা রে ছুতো-নাতা অজুহাত বল দেখি, কেয়া-বাত? উত্তরঃ বাহানা।
- মৃত দেহ মুন্ডু ছাড়া পেয়ে ছিলাম শিশুকালে আবার পাওয়া শক্ত। উত্তরঃ শৈশব
- শির ছেঁড়া লতা শেষ ছাঁটা কথা ক্ষুদ্র সে পতঙ্গের দংশনে ব্যাথা। উত্তরঃ বোলতা।
উপসংহার
এখানে সব বাছাইকৃত হাসির রোমান্টিক এবং কঠিন ধাঁধা দেওয়া হয়েছে। আপনি বন্ধু-বান্ধব এবং কাজিনদের সাথে এসব ধাঁধা খেলে হাসি আনন্দ করতে পারবেন। আপনি নিজে হাসুন এবং এই পোস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে হাসার সুযোগ করে দেন।
জানবো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url