১ বছর পূর্তি উপলক্ষে- ভালোবাসার এক বছর পূর্ণ কবিতা- ৩ বছর পূর্তি স্ট্যাটাস

প্রিয় পাঠক আপনি কি ১ বছর পূর্তি উপলক্ষে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ১ বছর পূর্তি উপলক্ষে এবং রিলেশনের এক বছর পূর্ণ সম্পর্কে আলোচনা করব।
ভালোবাসার এক বছর পূর্ণ কবিতা
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন ভালোবাসার এক বছর পূর্ণ কবিতা এবং রিলেশনের ২ বছর ও ভালোবাসার ৩ বছর পূর্তি স্ট্যাটাস সম্পর্কে তাই চলুন কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যাক।

ভূমিকা

একটা সম্পর্কে থাকাকালীন সময়ে সম্পর্কের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। এক বছর দুই বছর তিন বছর আরো দীর্ঘায়িত হয়। প্রতি বছর যে দিনে সম্পর্কে সূচনা হয় সেদিনকে বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে। একটা রিলেশন বা একটা ভালোবাসার সম্পর্কের প্রতিটি জিনিস স্পেশাল সেই স্পেশাল দিনগুলোর মধ্যেও বিশেষ কিছুদিন থাকে যেগুলো আরো বেশি স্পেশাল হয়।


সে দিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যখন ভালোবাসার একটা সময়সীমা পূর্ণ হয় অর্থাৎ এক বছর দুই বছর বা তিন বছর।

রিলেশনের এক বছর পূর্ণ

তোমার সাথে আমার আজকে রিলেশনের এক বছর পূর্ণ হল। এই শুরুর এক বছর তোমার সাথে আমার জীবনের সবচেয়ে সুন্দর সুন্দর কিছু স্মৃতি জড়িত হয়েছে। রিলেশনের প্রথম এক বছর পার করা অনেকটাই কঠিন হয়ে যায় কারণ এই সময়ে দুজন দুজনকে বুঝতে অথবা ভালোলাগা খারাপ লাগা সব দিকগুলো মানিয়ে নিতে অনেকটাই কষ্টকর হয়ে যায়।

এরপর যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে তখন দুজনের মধ্যে বোঝা পড়া সহজ হয়ে যায়। তেমন ভাবে তোমার আমার সম্পর্কে আজকে এক বছর পূর্ণ হল দুইজনের ভিতরে এখন বোঝাপড়া অনেক সহজ। এই বোঝাপড়া নিয়ে আমরা সামনে অনেক দূর আগাতে পারবো। এই এক বছরে তোমার সাথে আমার মনমালিন্য ঝগড়া রাগারাগি সবকিছু হয়েছে।

আমি সবকিছুর জন্যই অনেক বেশি দুঃখিত। আমি তোমাকে কখনোই নিজে থেকে কষ্ট দিতে চাইনি। একটা সম্পর্কে থাকাকালীন সময় অনেক রকমের ঝামেলা চলে আসে এর মানে এই নয় দুজন দুজনকে ছেড়ে চলে যাওয়া বরং ঝগড়া ঝামেলাগুলোকে পাশ কাটিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটি শুদ্ধ ভালবাসার লক্ষণ।

পৃথিবীতে অনেক ভালোবাসা হয়ে থাকছে অনেক রিলেশন হচ্ছে কিন্তু খুব রিলেশন বা ভালবাসা রয়েছে যেখানে শুদ্ধতার প্রতীক রয়েছে। আমি তোমার সাথে শুদ্ধ ভালোবাসা করতে চাই। তুমি আমার জীবনে আসলে আমি প্রেমের মজা বা রিলেশনের স্বাদ কেমন এ বিষয়টা বুঝতে পারতাম না। আমার কাছে এক বছর অনেক সুন্দর কেটেছে।

যদি তুমি আমাকে ভালো না বাসতা তাহলে আমি এই এক বছর এত সুন্দর ভাবে পার করতে পারতাম না। আমি চাই তুমি আমার সাথে এভাবে সারা জীবন থাকো। আমাদের পথ চলা যেন এভাবেই চলতে থাকে। আজকে আমাদের রিলেশনে এক বছর পূর্তি উপলক্ষে তোমাকে অসংখ্য শুভেচ্ছা। ভালোবাসা নিও।

১ বছর পূর্তি উপলক্ষে

এক বছর পূর্তি উপলক্ষে অনেক কিছু হয়ে থাকে যেমন কোন সংগঠনের এক বছর পড়তে অথবা কোন সম্পর্কের এক বছর পূর্তি। সম্পর্কের ধরন যে কোন হতে পারে বন্ধু-বান্ধবের সম্পর্ক স্টুডেন্ট টিচারের সম্পর্ক অথবা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক। আপনি যখন এক বছর পড়তে উপলক্ষে কাউকে শুভেচ্ছা জানাতে যাবেন তখন সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে

তার সাথে আপনার সম্পর্কের ধরন কেমন। যদি তার সাথে আপনার সম্পর্ক অনেক ভাল হয় সেক্ষেত্রে আপনি নিজের ভিতরে যে কথাগুলো আছে হোক সেটা এলোমেলো বা গুছানো যেভাবে পারবেন লিখে দেবেন তাহলেই হয়ে যাবে। যদি কোন গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে হয় তাহলে সর্বপ্রথম আপনার কাজ হবে গ্রুপের ভালো দিকগুলো তুলে ধরা


এরপর আস্তে আস্তে গ্রুপের সংশ্লিষ্ট যেসব মানুষগুলো রয়েছে তাদের বিষয়ে ভালো ভালো দিকগুলো তুলে ধরা। এরপর সুন্দর করে একটা শুভেচ্ছা জানানো। এক বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে কোন কিছু বলা যায় না কারণ এক বছর ফুর্তি অনেক কিছুর হয়ে থাকে এজন্য এখানে নির্ধারিত কোনো বিষয় বলা হচ্ছে না।

আপনার নিজের ভিতর যে কথাগুলো আসবে আপনি সেগুলোকে লিখে দেবেন তাহলে খুব সুন্দর ভাবে এক বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়ে যাবে। যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে এক বছর পড়তে উপলক্ষে শুভেচ্ছা জানান তাহলে আপনি তাকে যে পরিমাণ ভালোবাসেন বা তার প্রতি আপনার যে একটা অনুভূতি রয়েছে সেই স্থান থেকে লিখবেন

তাহলে আপনার শুভেচ্ছা সবচেয়ে সুন্দর হয়ে যাবে।

ভালোবাসার এক বছর পূর্ণ কবিতা

কবিতা লেখার মাধ্যমেও এক বছর পড়তে উপলক্ষে শুভেচ্ছা জানানো যায়। কবিতাতে সব কিছু সুন্দরভাবে ফুটে তোলা যায়।

নিষ্পাপ ভালবাসা
পর্বত থেকে নেমে এসে দাঁড়ালে, পর্বতের পাশে
মেঘ লেগে সারা গায়ে, পোশাকে।
কানেতে বেগুনি ফুল আর কিছু নীল রঙে প্রেক্ষাপটে চিঠি আছে হিমালয় আকাশ।
এসব তোমার পাশে বড় দৈনন্দিন, বড় সহজাত মনে হল
যেমন শীতের দিনে সবজির বাজারে দোল খেলা, ঝুড়িতে ঝুরিতে
বা রেলের পাশে লাল কোয়াটার সেগুন গাছের নিচে, তক্ত ওয়াইন যেমন স্বাভাবিক।

তোমার অগোছালো দৃষ্টি,
অথচ নিসর্গ শুধু তাকিয়ে আছে তোমার দিকেই।
রোদ নামছে স্বর্গ থেকে বিদর্ভ উজ্জয়িনীর সুদীর্ঘ সকাল পেরিয়ে।
সাদা পারিজাত হতো না মনে হয়।
তোমাকে দেখার পর মনে হল এরপর থেকে ফুটবে।
মনে হওয়াও নয়| নয় অবভাস।
নিশ্চিত প্রত্যয় জানি

ফুটে থাকবে পর্বতে পর্বতে।
মানুষের থেকে দূরে,কচ্চিত দেখা মিলবে অনেক আরোহনে।
এসব না শুনেও তুমি হাসছো, স্কাফটা দুলছে। আমার হলো না ফেরা ।
আপাতত এক বুক নিলে ও সবুজে সাঁতার কাটছে চন্দ্রের রুপালি রাজহাঁস।

শুধু তুমি
ওই আকাশটা নীলচে দেখো
ওই সাগরের সাথে কত মিল।
তোমার কেন? জানো ভালোবাসার জন্য।
অল্প অল্প মেঘ, হালকা হালকা বৃষ্টি হয়
ছোট্ট ছোট্ট গল্প থেকে, হাজারো ভালোবাসা সৃষ্টি হয়।
মাঝে মাঝে ক্ষমা করলে, সম্পর্কটাও মিষ্টি হয়।
এক ফোটা জল যদি কখনো আমার চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোঁটা শুধু তোমার কথাই বলে।
মনের কথা কেন বোঝনা তুমি?

তাইতো আমি শত আঘাতের পরেও ভালবেসে যাই।
শীতের দিনে চাদর জড়িয়ে,যখন কুয়াশার মাঝে দাঁড়াও
হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে
যদি , শিহরিত হয় মন’
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাটি জীবন।
চোখে আছে রাঙ্গা কাজল কানে আছেরকম বাহার দুল,
ঠোঁট যেন রক্তে রাঙা ফুল,
মুখে তার মিষ্টি রাঙানো হাসি,
এমন একজন মেয়েকে সত্যিই আমি ভালোবাসি।

কথা কম মুখে আলতো হাসি মন সারাক্ষণ চায় তোমার কাছেই আছি,
মেঘ চাই বৃষ্টি, চাঁদ চাই নিশি,
মন বলি আমি চাই তোমায় ভালোবাসি।
যত দূরে যায় না কেন আমি তোমার পাশেই আছি,
তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম না আসে চোখে,
কাছে আমায় পাবে তুমি হাত বাড়ালেই.
যদি না পাও জানবে তুমি সেদিন আমি আর নাই।

আমার দু চোখের স্বপ্ন তুমি,
রিমঝিম সুরে বৃষ্টির ধারা তুমি,
আমার হৃদয়ের ক্যানভাস তুমি,
তুমি আমার অপূর্ব সৃষ্টির আঁধার।
নতুন আলো, নতুন স্বপ্ন, নতুন ভালোবাসা,
মনে রেখো সারাটি জীবন তুমিই আমার আশা।

অথচ তোমার মধ্যে
- শামসুর রাহমান
ছায়াতেই থেকো তুমি, বাইরে যেও না। ইদানীং
রোদ্রে বড় বেশি আঁচ, উপরন্তু পাজীর পা ঝাড়া
এ সময়, কী বেয়াড়া লোকজন। এ পাড়া ও পাড়া
সর্বত্র লুটেরা ঘোরে, আর কত যে পার্টি মিটিং,
বশ্‌ম্বদ, কবন্ধ তো বটে, চলে বিরামবিহীন।
আড়ালে থাকবে তুমি নির্বিবাদে, কোমল রাত্তিরে
বলবো তোমার কানে কানে কথা, জোনাকির ভিড়ে,

মল্লিকার কাছে যাবো, স্বপ্ন-মসলিনে হবো লীন!
অথচ তোমার মধ্যে কী-যে এক বিদ্যুৎ চমক
খেলে যায় বারংবার, বুঝি তাই গোলাপে, জবায়
খোঁজো তুমি জীবনের ভিন্নরূপ, চিরচেনা ছক
ছেড়ে সহজেই চলে আসো, বলো আমার উদ্দেশে-
থাকবো তোমারই পাশে রৌদ্রদগ্ধ পথে, যাবো ভেসে
জাগর জোয়ারে দীপ্র, যাবো রুদ্র মিছিলে, সভায়।

অনন্ত প্রেম
- রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে–
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে,
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি–
সকল কালের সকল কবির গীতি।

ওগো প্রিয় তব গান
- কাজী নজরুল ইসলাম
ওগো প্রিয় তব গান
আকাশ গাঙের জোয়ারে উজান বাহিয়া যায়।
মোর কথাগুলি কাঁদিছে বুকের মাঝারে,
পথ খুঁজে নাহি পায়।
ওগো দখিনা বাতাস, ফুলের সুরভি বহ
ওরি সাথে মোর না বলা বাণী লহ।

ওগো মেঘ, তুমি মোর হয়ে গিয়ে কহ
বন্দিনী গিরি-ঝরণা পাষাণতলে যে কথা কহিতে চায়।
ওরে ও সুরমা, পদ্মা, কর্ণফুলি
তোদের ভাটির স্রোতে
নিয়ে যা আমার না বলা কথাগুলি
ধুয়ে মোর বুক হতে।
ওরে ‘চোখ গেল’ ‘বৌ কথা কও’ পাখি
তোদের কণ্ঠে মোর সুর যাই রাখি।

ওরে মাঠের মুরলি কহিও তাহারে ডাকি
আমার এ কলি, না-ফোটা বুলি, ঝরে গেল নিরাশায়।

রিলেশনের ২ বছর

আজকে তোমার সাথে আমার সম্পর্কের দুই বছর পূর্ণ হল। মনে হল চোখের নিমিষে এই দুই বছর পার হয়ে গেল। এই দুই বছর আমার কাছে অনেক বেশি মধুর এবং স্মৃতিময়। তুমি আসার আগেও জীবন পার হয়ে যাচ্ছিল কিন্তু যখন তুমি দুই বছর আগে প্রথম আমার জীবনে আসলে তখন থেকে আমার জীবনের ধারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল।

একটি অগোছালো জীবন থেকে একটি সুন্দর জীবন তোমার কাছ থেকে উপহার পেলাম। তুমি যদি আমার জীবনের দুই বছর আগে না আসতে আমি কখনোই আমার জীবনকে এত সুন্দর ভাবে গুছিয়ে তুলতে পারতাম না। তোমার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ কারণ তুমি আমাকে দুই বছর ধরে ভালোবাসা আসছো।

আমি তোমার কাছে চাই তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসো যাতে আমি সারা জীবনের জন্য একটি সুন্দর জীবন পায়। আমি তোমার ভালবাসার ভাগ কখনোই কাউকে দিতে পারবো না। পৃথিবীর সব কিছুর ভাগ দেওয়া সম্ভব হলেও তোমার সাথে আমার যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কের ভাব কখনোই কাউকে দেয়া সম্ভব হবে না।


আমি তোমার সাথে এভাবেই যুগের পথ যুগ শতাব্দীর পর করতে চাই। তোমার ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করে তোমার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ তুমি নিজে আমাকে ভালোবেসেছো এবং তোমাকে ভালোবাসার সুযোগ দিয়েছো। আজকের এই দুই বছর পূর্তি উপলক্ষে বিশেষ দিনে তোমাকে জানাই আমাদের ভালোবাসার অসংখ্য শুভেচ্ছা।

আজকের এই বিশেষ দিনে আমি তোমাকে আবারো বলতে চাই তোমাকে আমি অসংখ্য ভালোবাসি।  আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করছে আমাদের সম্পর্ক যেন একটি পূর্ণাঙ্গ সম্পর্কে পরিণত হয়ে মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে পারে।

ভালোবাসার ৩ বছর পূর্তি স্ট্যাটাস

সম্পর্ক তিন বছর ঠিকা মানে অনেক দীর্ঘ একটি সময়। আবার কিছু কিছু সম্পর্কে তিন বছর খুব সহজে পার হয়ে যায়। এই বিশেষ দিনগুলোকে বিশেষভাবে আয়োজন করা জরুরী এতে করে মানুষগুলো খুশি হয়।
  • তোমার আমার সম্পর্কে আজকে ৩ বছর হয়ে গেল। দোয়া করি যেন সম্পর্ক এভাবেই সারা জীবন চলে। পাশে থেকো।
  • কত ঝড়গা কত ভালোবাসা কত সমস্যার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কে ৩ বছর হয়ে গেল। এভাবেই যেন আমরা ভালোবেসে সারা জীবন পাশে থাকতে পারি এটাই চাওয়া।
  • সম্পর্কের শুধু ৩ বছর পার চায় না আমি চাই এই সম্পর্ক যেন সারা জীবন টিকে থাকে এবং আমরা দুজন দুজনকে ভালোবাসতে পারে।
  • তুমি আমার কাছে প্রথম দিনের মতো নিয়ে নতুন। আমাদের সম্পর্কের ৩ বছর কেন যদি ৩০০ বছর হয়ে যায় তারপরও তুমি আমার কাছে প্রথম দিনের মতন একজন নতুন মানুষ যাকে সব সময় ভালোবাসা যায়।
  • আজকের এই বিশেষ দিনে তোমাকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমার কাছে একটাই চাওয়া এভাবে ভালোবেসে পাশে থেকো।
  • আমি তোমার সাথে তিনশ বছর কাটাতে চাই ৩ বছর আমার মন ভরবে না। আমি তোমাকে সারা জীবন পাশে পেতে চাই।
  • আজকে আমাদের সম্পর্কে ৩ বছর পূর্ণ হল। এই ধারা যেন চলতে থাকে এটাই আল্লাহ তালার কাছে প্রার্থনা এবং আমরা খুব তাড়াতাড়ি যেন পরিণত পাই এই দোয়াই করে।
  • অনেক সম্পর্ক আছে যেগুলোতে বয়স বাড়ার সাথে সাথে দূরত্ব বাড়তে থাকে। আমি তেমন সম্পর্ক চাই না আমি চাই সম্পর্কের বয়স যত বেশি হবে আমি তোমাকে তত বেশি কাছে চাই।
  • তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ৩ বছর আমাকে ভালোবাসা পাশে থাকার জন্য।
  • যেভাবে হাত ধরে ৩ বছরপাশে আছো আমি যাই এভাবে হাত ধরে সারা জীবন পাশে থেকো আমিও কখনো তোমার হাত ছাড়বো না।

উপসংহার

একটি সম্পর্কে টিকানোর জন্য অবশ্যই যত্ন করতে হবে। ভালবাসার মানুষকে যেমনভাবে যত্ন করা জরুরী তেমন হবে সম্পর্কটাকেও যত্ন করা জরুরি। যদি সম্পর্কে যত্ন করা হয় তাহলে ভালোবাসা সম্পর্ক টিকবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানবো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

dfsfsdfdg