তীর ফিড ডিলার- তীর পোল্ট্রি ফিড- টংওয়ে ফিস ফিড দাম ২০২৪
প্রিয় পাঠক আপনি কি তীর ফিড ডিলার সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে তীর ফিড ডিলার এবং তীর পোল্ট্রি ফিড সম্পর্কে আলোচনা করব।
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন তীর ক্যাটল ফিড দাম এবং টংওয়ে ফিস ফিড ও টংওয়ে ফিস ফিড দাম ২০২৩ সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।
ভূমিকা
গরু মাছ মুরগি এগুলোর এক ধরনের খাবার হচ্ছে ফিড। বাংলাদেশের ফিডের অনেক কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে তীর এবং টংওয়ে। এই দুইটি অনেক প্রসিদ্ধ কোম্পানি। দীর্ঘ একটা সময় ধরে বাংলাদেশের মানুষ এই দুই কোম্পানির ফিডের উপরে ভরসা করে আসছে। এই কোম্পানির ফিডগুলো অনেক উন্নতমানের হয় যার কারণে গরু মাছ মুরগির জন্য অনেক বেশি উপকার হয়।
তীর ফিড ডিলার
ফিডের ডিলার একটি ব্যবসা। অনেকে আছেন যারা নেওয়ার মাধ্যমে ব্যবসা করে থাকেন। আপনি যদি তীর ফিডের ডিলার নিতে চান তাহলে সর্বপ্রথম আপনার আর্থিক অবস্থা অনেক ভালো থাকা লাগবে।তীর অনেক প্রসিদ্ধ এবং বড় একটি কোম্পানি যার কারনে আপনি যদি তাদের ডিলারশিপ নিতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার আর্থিক অবস্থা ভালো থাকা লাগবে।
আপনার আর্থিক অবস্থা ভালো হলে আপনি তাদের সাথে অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনার কিছু কাগজ পাতি তাদেরকে জমা দিতে হবে যেমন ভোটার আইডি কার্ড দোকানের কাগজপাতে এইসব এসব জমা দেয়ার পরে তারা আপনার আর্থিক অবস্থা পরিদর্শনে আসবে। যদি আসার পরে আপনার সবকিছু ভালো মনে হয়
এবং তাদের মনে হয় যে এখান থেকে আপনি ভাল পরিমাণ ব্যবসা করতে পারবেন তাহলে তারা আপনাকে ডিলারশিপ দিবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীর ফিডের ডিলারশিপ রয়েছে। মানুষ এই ডিলারশিপের ব্যবসা করার মাধ্যমে অনেক বেশি লাভবান হচ্ছে। তীর সিটি গ্রুপের একটি পণ্য। এই কোম্পানির ফিড বাদেও আরো অসংখ্য অন্য রয়েছে
যেমন তেল লবণ সুজি আটা ময়দা চিনি মসলা পানি ইত্যাদি। আপনি এ কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ নাম্বার দেওয়া হচ্ছে
- +880-9611 611 777
- +880-9611 611 333
আপনি এই দুইটার মধ্যে যেকোন একটি নাম্বারে কল করলেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
তীর পোল্ট্রি ফিড
বর্তমান সময়ে পোল্ট্রি মুরগিদেরকে ফিড খাওয়ানো হয়। ফিড খাওয়ানোর ফলে তারা খুব দ্রুত বৃদ্ধি হয়ে থাকে এবং মাংসও বৃদ্ধি হয়।
- ২৫ কেজি ওজনের পোল্ট্রি ফিডের দাম ১৩৫০ থেকে ১৪০০ টাকার মধ্যে।
- ৫০ কেজি ওজনের পোল্টি ফিডের দাম ২৭০০ থেকে ২৭৫০ টাকার মধ্যে।
আপনি তীর পোল্ট্রি ফিড কিনতে গেলে এই দামে পেয়ে যাবেন। কেনার আগে অবশ্যই ভালোভাবে মেয়াদ যাচাই-বাছাই করে নেবেন এবং দাম ঠিকমতো করে নেবেন কারণ অনেক দোকানদার আছে যারা বেশি নিয়ে থাকে। এখানে যে দাম বলা হলো আপনি কিনতে গেলে হয়তো তার চেয়ে ৫০ টাকা কম বা 50 টাকা বেশি হবে।
তীর ক্যাটল ফিড দাম
ক্যাটেল ফিড বলা হয় যে সকল ফিড গরুকে খাওয়ানো হয়। প্রত্যেক ধরনের ফিডের মধ্যে ভাগ রয়েছে গরুকে খাওয়ানোর একরকম। মাছকে খাওয়ানোর ফিড একরকম। পোল্ট্রি মুরগির ফিড অন্যরকম। দামের দিক দিয়েও প্রতিটি ধরনের ফিডের দামের ভিন্নতা রয়েছে।
- আপনি যদি বাছুরকে খাওয়াতে চান তাহলে সেই ফিডের ৫০ কেজি ওজনের বস্তার দাম ২৫৫০ থেকে ২৬০০ টাকার মধ্যে।
- দুধ দেয় এমন গরুকে যদি আপনি ক্যাটেল ফিড খাওয়াতে চান তাহলে সেই ফিডের ৫০ কেজি ওজনের বস্তার দাম 2750 থেকে 2800 টাকার মধ্যে।
- গরুর মাংস বৃদ্ধি করানোর জন্য যদি ফিডের খাওয়াতে চান তাহলে সেই ফুলের দাম ৫০ কেজি ওজনের বস্তার দাম 2650 থেকে 2700 টাকার মধ্যে।
মাংস বৃদ্ধি করা যেই ফিড রয়েছে সেটা খাওয়ানোর ফলে গরুর শরীরে মাংস খুব দ্রুত বৃদ্ধি হয় এবং মাংস উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হতে সাহায্য করে। দুধ গরুর জন্য যে ফিড তৈরি করা হয়েছে সেখানে প্রচুর পরিমাণে প্রোটিন এবং শক্তি থাকে যা একটি গরুকে আরো ভালো দুধ দিতে সাহায্য করে। বাছুরের জন্য যে ফিড রয়েছে সেখানে তাদের সঠিকভাবে বেড়ে উঠতে
যে ভিটামিন সেগুলো থাকে যার কারণে বাছুর খুব তাড়াতাড়ি বড় হয়। কেনার আগে অবশ্যই পণ্যটি এক নাম্বার কি না তা ভালোভাবে দেখে নেবেন এবং পণ্যর মেয়াদ আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
টংওয়ে ফিস ফিড
টংওয়ে কোম্পানির মাছের যে ফিড রয়েছে তা অনেক ভালো। এই কোম্পানিরও গরু মুরগি মাছ প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ফিডের রয়েছে। টংওয়ে ফিস ফিড শুধুমাত্র মাছের জন্য। মাছকে এই ফিড খাওয়ানোর ফলে মাছ খুব দ্রুতই বৃদ্ধি হয় এবং মাছের শরীর আগের তুলনায় অনেক হৃষ্টপুষ্ট হয় যার কারণে খামারেরা অনেক লাভবান হয়।
টংওয়ে কোম্পানির ফিস ফিডের মধ্যে ধরন রয়েছে পাঙ্গাস মাছের জন্য একরকম ফিড সিং মাগুর মাছের জন্য অন্যরকম ফিড। আরো যে সকল মাছ রয়েছে প্রতিদিন মাছের জন্য আলাদা আলাদা রকমের ফিড রয়েছে। দামের দিক দিয়েও কিছুটা কম বেশি পাওয়া যায়। আলাদা আলাদা ধরনের ফিডের দাম ভিন্ন ভিন্ন।
টংওয়ে ফিস ফিড দাম ২০২৪
টংওয়ে ফিস ফিড অনেক রকমের রয়েছে। বিভিন্ন বিভিন্ন মাছের জন্য বিভিন্ন রকমের ফিডের রয়েছে। চলুন এবার আমরা সব রকম মাছের জন্য ফিডের দাম জানি
পাবদা গুলশা শোল সহ অন্যান্য মাছের জন্য
- প্রি স্টার্টার ২৫ কেজি ওজনের বস্তার দাম ৩০০০ থেকে ৩১০০ টাকার মধ্যে।
- স্টার্টার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২৮০০ থেকে ২৯০০ টাকার মধ্যে।
- গ্রোয়ার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২৮০০ থেকে ২৯০০ টাকার মধ্যে।
কই শিং মাগুর গুলশা পাবদা সহ অন্যান্য মাছের জন্য
- প্রি স্টার্টার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২৫০০ থেকে ২৬০০ টাকার মধ্যে।
- স্টার্টার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২৪৫০ থেকে ২৫০০ টাকার মধ্যে।
- গ্রোয়ার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২৪৫০ থেকে ২৫০০ টাকার মধ্যে।
তেলাপোয়া পাঙ্গা সহ অন্যান্য মাছের জন্য
- স্টার্টার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২১৫০ থেকে ২২৫০ টাকার মধ্যে।
- গ্রোয়ার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২১০০ থেকে ২১৫০ টাকার মধ্যে।
- ফিনিশার ২৫ কেজি ওজনের বস্তার দাম ২১০০ থেকে ২১৫০ টাকার মধ্যে।
কার্প মাছ সহ অন্যান্য মাছের জন্য
- গ্রোয়ার ২৫ কেজি ওজনের বস্তার দাম ১৯০০ থেকে ২০০০ টাকার মধ্যে।
- ফিনিশার ২৫ কেজি ওজনের বস্তার দাম হাজার ১৯০০ থেকে ২০০০ টাকার মধ্যে।
পাঙ্গাস ও কার্প সহ সকল মাছের ডুবন্ত ফিড
- স্টার্টার ২৫ কেজি ওজনের বস্তার দাম ১৭৫০ থেকে ১৮৫০ টাকার মধ্যে।
- ফিনিশার ২৫ কেজি ওজনের বস্তার দাম ১৭০০ থেকে ১৭৫০ টাকার মধ্যে।
- গ্রোয়ার ২৫ কেজি ওজনের বস্তার দাম ১৭০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
কেনার আগে অবশ্যই ভালোভাবে মেয়াদ এবং দাম যাচাই বাছাই করে নিবেন তাহলে আপনি আর প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
টংওয়ে ফিস ফিড দাম ২০২৩
২০২৩ সালে এই ফিডের দাম কিছুটা কম ছিল। বর্তমান বাজারে এ ফিডের দাম কিছু তা বেড়েছে। নিচে ছবিতে ২০২৩ সালের ফিডের দামের তালিকা দেয়া হলো।
উপসংহার
আপনি যেই ফিডের কিনেন না কেন কেনার আগে আসল নাকি নকল সেটা চেক করে নিতে হবে এবং দাম ভালোভাবে মিটিয়ে নেবেন তাহলে আপনি আর প্রতারিত হবেন না।
জানবো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url