ফ্রি এমবি পাওয়ার উপায়- এয়ারটেল,বাংলালিংক,গ্রামীণফোন,রবি
প্রিয় পাঠক আপনি কি ফ্রি এমবি পাওয়ার উপায় জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ফ্রি এমবি পাওয়া যাবতীয় উপায় সম্পর্কে বলবো। এয়ারটেল,বাংলালিংক,গ্রামীণফোন,রবি সকল সিমের ফ্রি এমবির অফার আপনি এই পোষ্টের মধ্যে পাবেন।
বর্তমান সময়ে এমনি কেনা অনেক বেশি কষ্টকর। আগের তুলনায় এমবির দাম অনেক বেশি বেড়ে গেছে। বিশেষ করে স্টুডেন্ট অবস্থায় এমবি কিনে চালানো অনেক বেশি কষ্টকর। তাই স্টুডেন্টদের কথা চিন্তা করে এ পোস্টেরমধ্যে ফ্রিতে এমবি পাওয়ার সকল তথ্য দেওয়া হবে।
এয়ারটেল ফ্রি এমবি কোড ২০২৪
এয়ারটেল সিমে এমবির অফার অনেক আসে। নেট চালানোর জন্য এয়ারটেল সিম অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে কম টাকার মধ্যে এই সিমে ভালো অফার পাওয়া যায়। আপনি যদি একজন এয়ারটেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি পাচ্ছেন ১০ টকাই ১ জিবি এমবি কিনার সুযোগ।
যেখানে ১ জিবি এমবি এর দাম ৮৯ টাকা সেখানে আপনি শুধুমাত্র ১০ টাকাই ১ জিবি কিনতে পারবেন তাও ৭ দিনের মেয়াদ সহ। আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে।
এয়ারটেল ১০ টাকায় ১ জিবি কোড
১০ টাকায় এম ১ জিবি এমবি নিতে প্রথমে আপনাকে ফোনের ডায়াল প্যাডে যেতে হবে। তারপর ডায়াল করুন *১২৩*০১০#
এত ডায়াল করলে আপনি ১০ টাকায় ১ জিবি পেয়ে যাবেন। এই অফারটি সর্বোচ্চ দুই থেকে তিনবার পাওয়া যায়।
এয়ারটেল ১ জিবি ফ্রি
আপনি যদি এয়ারটেল সিম থেকে এক জিবি ফ্রি এমবি পেতে চান তাহলে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করুন। প্রথমবার ডাউনলোড করার ১ জিবি বোনাস পাবেন এবং ৭ দিন মেয়াদ পাবেন। আপনি যদি বন্ধুদেরকে আপনার লিঙ্ক দ্বারা রেফার করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি ফ্রি এমবি পাবেন।
মাই এয়ারটেল অ্যাপে মাঝেমধ্যেই ফ্রি এমবি এর অফার আসে আপনি প্রতিদিন মাই এয়ারটেল অ্যাপ চেক করলেই পেয়ে যাবেন। এছাড়াও এয়ারটেল থেকে প্রত্যেকটি অফার কিনার পর প্রত্যেকটি অফার থেকে নির্দিষ্ট সংখ্যক বোনাস পাবেন সেই বোনাস গুলো দিয়ে আপনি পরবর্তী সময়ে এমবি কিনতে পারবেন অর্থাৎ বিভিন্ন জন্য আপনাকে আর এক্সট্রা কোন টাকা খরচ করতে হবে না।
এয়ারটেল ৯ টাকায় ১ জিবি কোড
এয়ারটেল জনপ্রিয় অফার গুলোর মধ্যে একটি হলো ৯ টাকায় ১ জিবি। অনেকে এমবি কেনার জন্য হাজার হাজার টাকা নষ্ট করেন তাদের জন্য আজকের এই অফারটি। চিন্তা করুন মাত্র 9 টাকাতে আপনি এক জিবি পেয়ে যাচ্ছেন। ৯ টাকায় ১ জিবি পেতে ডায়াল প্যাড এ যান তারপর ডায়াল করুন *৭৭৮*০#
এই ডিজিটে ডায়াল করলে আপনি 9 টাকা তে ১ জিবি পেয়ে যাবেন। এখন আপনি আপনার মন মত ৯ টাকাই ১ জিবি উপভোগ করুন।
বাংলালিংক ফ্রি এমবি কোড ২০২৪
আপনি কি একজন বাংলালিংক ইউজার? তাহলে আপনি ১০ টাকা থেকে শুরু করে ৫ টাকাতেও ১ জিবি পাচ্ছেন। বাংলালিংক সিমে ফ্রি এমবি পাওয়া সুবিধা অনেক রয়েছে ১২ জিবি ফ্রি দিচ্ছে বাংলালিংক যার কারণে বাংলাদেশে বাংলালিংক সিমের চাহিদা অনেক বেশি। বাংলালিংক এমন একটি সিম যেখানে অনেক ফ্রি এমবির অফার আসে।
বিশেষ করে ফেসবুক চালানোর ক্ষেত্রে ফেসবুক এমবির অনেক ফ্রি প্যাকেজ আসে। বাংলালিংক ফ্রি এমবি কোড জানতে নিচে দেখুন
ফ্রি এমবি বাংলালিংক
বাংলালিংক সিম প্রথম রেজিস্ট্রেশন করার পর আপনি পাচ্ছেন ৫ জিবি ফ্রি এমবি। এই পাঁচ জিবি এমবির মেয়াদ ৩০ দিন। এছাড়াও বাংলালিংক সিমে আপনি প্রতি মাসে ফেসবুক চালানোর জন্য ফ্রি এমবি পাবেন। বাংলালিংক সিমের আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে ১২ মাস ১০ থেকে ১২ টাকার মধ্যে আপনি ১ জিবি অফার প্রতি মাসেই পাবেন।
বাংলালিংক ফ্রি ১ জিবি কোড
ফ্রি এমবি পেতে কারিনা ভালো লাগে। বর্তমান সময়ে এমবির যে দাম এ অবস্থায় যদি ফ্রি এমবি পাওয়া যায় তাহলে তো তা অনেক বড় খুশির খবর। বাংলালিংক ফ্রি এমবি পেতে চাচ্ছেন ? তাহলে ডায়াল প্যাড এ যান তারপর ডায়াল করুন *১২১*৭০১#
এই ডিজিটে ডায়াল করলে আপনি বাংলালিংকের সম্পূর্ণ ১ জিবি এমবি ফ্রি পেয়ে যাবেন।
বাংলালিংক ৫ টাকায় ১ জিবি
মাঝে মধ্যে বাংলালিংক সিমে 5 টাকাতেও ১ জিবি এমবি পাওয়া যায়। পাঁচ টাকাতে এমবি পেতে অবশ্যই আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে তা হচ্ছে বাংলালিংক সিমে সরাসরি ৫ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১ জিবি এমবি। এ পদ্ধতি অবলম্বন করলে আপনি ৫ টাকায় ১ জিবি বাংলালিংকে এমবি পেয়ে যাবে।। তারপর এমবি দেখতে ডায়াল করুন *৫০০০*৫০০#
বাংলালিংক ৯ টাকায় ১ জিবি কোড
বাংলালিংক সিম ৯ টাকাতেও ১ জিবি দিয়ে থাকে। 9 টাকা দিয়ে ১ জিবি পাওয়া অবশ্যই একটি বিশাল ব্যাপার। 9 টাকায় ১ জিবি পেতে একটি নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। 9 টাকায় এক জিবি পেতে আপনি *১২১*৩০১৯#
এই কোডটি ডায়াল করবেন। এ কোড ডায়াল করলে আপনি 9 টাকাতে ১ জিবি পেয়ে যাবেন।
বাংলালিংক ১৯ টাকায় ২ জিবি কোড
19 টাকায় 2 জিবি নিতে যাচ্ছেন তাহলে নিচে যে কোড দেয়া হলো সেই কোডের ডায়াল করুন *১২১*১১৯#
এই কোড ডায়াল আপনি 19 টাকায় ২ জিবি এমবি পেয়ে যাবেন এবং এ এমবির মেয়াদ থাকবে সাত দিন পর্যন্ত। সুতরাং এখনই করতে ডায়াল করে 19 টাকায় ২ জিবি এমবি নিয়ে নিন।
গ্রামীণফোন ফ্রি ইন্টারনেট কোড
বর্তমান সময়ে অন্য সিমের তুলনায় গ্রামীন সিমের এমবির দাম তুলনামূলক অনেক বেশি। এমবি কিনে বর্তমান সময়ে চালানো অনেকটাই কঠিন যদি আপনি গ্রামীণ ইউজার হয়ে থাকেন তাহলে তো তা আপনার জন্য আরও বেশি কঠিন।
চলুন আপনার কষ্ট দূর করতে এবার কিছু ফ্রি এমবির অফার এবং অল্প টাকায় এমবির অফার সম্পর্কে জানি।
GP 10 GB ফ্রি ইন্টারনেট অফার
একটি বিশেষ কোড রয়েছে যেটা ডায়াল করলে আপনি গ্রামীণফোনে ১০ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন এবং এই ১০ জিবি ইন্টারনেটের মেয়াদ ৭ দিন পর্যন্ত থাকবে। ১০ জিবি ইন্টারনেট পেতে আপনাকে ডায়াল করতে হবে *১২১*৩৩৯২#
আপনি এই করতে ডায়াল করলেই ১০ জিবি এমবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। গ্রামীনফোনে ফ্রি এমবি পাওয়ার আরেকটি উপায় হচ্ছে মাই জিপি অ্যাপ থেকে আপনার লিঙ্ক দ্বারা বন্ধুদেরকে রেফার করবেন। প্রতি রেফারে আপনাকে ৫১২ এমবি করে ফ্রিতে দেওয়া হবে সুতরাং বেশি বেশি রেফার করুন এবং ফ্রি এমবি উপভোগ করুন।
জিপি ৫ টাকায় ১ জিবি
গ্রামীনে একটি মাথা নষ্ট করা অফার আছে তা হচ্ছে ৫ টাকায় ১ জিবি। গ্রামীনফোনে ৫ টাকায় ১ জিবি পাওয়া মানে অনেক বড় একটি বিষয়। গ্রামীণফোনের পাঁচ টাকায় ১ জিবি নিতে আপনাকে ডায়াল করতে হবে *৫০০*৪৫#
এই ডিজিটে ডায়াল করলে আপনি ৫ টাকায় পেয়ে যাবেন 1 জিবি গ্রামীণফোনে।
গ্রামীণফোন ১৮ টাকায় ১ জিবি
মাঝে মধ্যে গ্রামীনফোনে ১৮ টাকায় ১ জিবি এমবি পাওয়া যায়। এটি একটি অফারের বিষয় সকল সিমে থাকে না। বিশেষ কিছু সিমে মাঝে মধ্যে অফার আসে সেখানে আপনি ১৮ টাকায় ১ জিবি পাবেন। 18 টাকায় এক জিবি পেতে আপনাকে ডায়াল করতে হবে *১২১*৫০৮০#
আপনি এই করতে ডায়াল করলেই পেয়ে যাবেন ১৮ টাকায় ১ জিবি এমবি মেয়াদ ৭ দিন।
রবিতে ফ্রি এমবি পাওয়ার উপায়
আপনি যদি একজন রবি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ রবি সিমে প্রথমবার রেজিস্ট্রেশন করার পর ফ্রিতে পাচ্ছেন ৩০ জিবি সাথেই ৯০ মিনিট। এছাড়াও আপনি মাঝে মধ্যে রবি সিমে ফ্রি অফার পাবেন।
বিশেষ করে আপনি যখন মায়ের রবি অ্যাপটি ডাউনলোড করবেন তখন সাথে সাথেই আপনি পেয়ে যাবেন ফ্রি এমবি এবং সেই অ্যাপের লিংকটি শেয়ার করার মাধ্যমেও আপনি আরো ফ্রি এমনি পেতে পারেন।
রবিতে ১০ জিবি ফ্রি
১০ জিবি ফ্রি এমবি পেলে অবশ্যই ভালো লাগবে তবে ১০ জিবি ফ্রি এমবি পেতে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে তা হচ্ছে রবি সিমের যে নির্দিষ্ট একটি অ্যাপ রয়েছে অর্থাৎ মাই রবি অ্যাপ সে অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করে তা আপনার রবি নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। সাইনআপ করলে আপনি ১০ জিবি এমবি ফ্রিতে পেয়ে যেতে পারেন।
এছাড়াও আপনি প্রতি সপ্তাহে মাই রবি অ্যাপ এর দিকে লক্ষ্য রাখবেন তাহলে দেখতে পাবেন ফ্রিতে অনেক অফার আসছে।
রবি ১১ টাকায় ১ জিবি
রবি সিমের অফারের দিক দিয়ে অনেক ভালো রবি সিমের একটি অফার আছে তা হচ্ছে ১১ টাকায় ১ জিবি। আপনি যদি ১১ টাকায় ১ জিবি এমবি নিতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *২১২৯১*৬৯৯#
এই কোর্টে আপনি এই কোডটি ডায়াল করলে ১১ টাকায় ১ জিবি এমবি পেয়ে যাবেন এবং এই এমবি এর মেয়াদ থাকবে সাত দিন।
১২ টাকায় ১ জিবি রবি কোড
১২ টাকায় ১ জিবি পেতে মাই রবি অ্যাপ ওপেন করুন তারপর ইন্টারনেট প্যাকসে ক্লিক করুন, তারপর নিচে স্ক্রল করে ১২ টাকায় ১ জিবি অফারটি কনফার্ম করুন। রবি সিমের ফ্রি ইন্টারনেট কেনার জন্য রয়েছে হাজার অফার এছাড়াও রবি সিমে রয়েছে এক টাকার অফার অর্থাৎ আপনি প্রতি ১ টাকায় ১০০ এমবি করে কিনতে পারবেন।
উপসংহার
এখানে যেসব এমবির অফারের কথা বলা হলো এগুলি প্রতিটি সিমে আসবে না। যেসব সিমে কোম্পানি থেকে মেসেজের মাধ্যমে বলা হয়েছে সেসব সিমে আপনি এই অফার গুলো পাবেন। ফ্রি এমবি পাওয়ার জন্য আপনাকে আরেকটি কাজ করতে হবে তা হচ্ছে প্রতিদিন যে তাদের নির্দিষ্ট রয়েছে সে অ্যাপ এর ভিতর ঘুরাঘুরি করবেন তাহলে আপনার চোখে ফ্রি এমবির অফার পেয়ে যেতে পারেন।
জানবো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url