মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম - মুখের তিল দূর করার হোমিও ঔষধ

মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম ও মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম ও মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম ও মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন।
মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম - মুখের তিল দূর করার হোমিও ঔষধ
অনেকের মুখে কালো তিল থাকে, যেটি তাদের মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই অনেকে মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম ও মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে চায়। তাই তাদের সুবিধার্থে আমার আজকের এই আর্টিকেল। যারা মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম ও মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে চান তাদের জন্য আমার আজকের এই আর্টিকেলেই যথেষ্ট।

তিল কেন হয়

আজকের এই আর্টিকেলে শরীরের বিভিন্ন জায়গায় তিল দূর করার উপায় এবং দূর করার ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কিন্তু আপনাদের সুবিধার্থে আগে জানানো হচ্ছে তিল কেন হয় এই সম্পর্কে। আপনারও কিন্তু জেনে রাখা উচিত যে তিল কেন হয়? তিলের উপকারিতা ও অপকারিতা কি এই সম্পর্কে বিস্তারিত। চলুন জেনে নেওয়া যাক তিল কেন হয়?

বিভিন্ন কারণে মানুষের শরীরে তিল হয়ে থাকে। তবে চিকিৎসকদের মতে ত্বকের "মেলানোসাইট" নামক কোষের অস্বাভাবিক জমা হওয়ার কারণে তিল হয়ে থাকে। মেলানোসাইট ত্বকের রং নির্ধারণ করে। যখন এই কোষগুলো একসাথে গুচ্ছ হয়ে জমা হয়, তখন ত্বকের উপরে ছোট, উঁচু, গোলাকার দাগ তৈরি হয়, যা আমরা তিল বলে থাকি।

তবে অন্যান্য কারণেও তিল হতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের সুদূরপ্রসারী উন্নতির কারণে তিল হওয়ার জন্য বিভিন্ন কারণ আবিষ্কৃত হয়েছে। অতীতে যদি কোন মানুষের তিল হতো তাহলে তারা তিল হওয়ার জন্য নির্দিষ্ট কোন কারণ খুঁজে পেত না। তারা মনে করত যে হয়তো তার ভাগ্যে ছিল এজন্য তার তিল হয়েছে। তবে এসব কুসংস্কার বিশ্বাস না করে চলুন জেনে নেওয়া যাক তিল হওয়ার কারণ সম্পর্কেঃ

জিনগত কারণে তিল হতে পারে। তিল হওয়ার প্রবণতা অনেক সময় জিনের মাধ্যমে বাবা-মা থেকে সন্তানের কাছে চলে আসে। তাই বলা যেতে পারে পরিবারের জিনগত কারণেও তিল হয়। অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে তিল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শৈশবে বেশি রোদে থাকলে তিলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

গর্ভাবস্থা, বয়ঃসন্ধিকাল, এবং মেনোপজের সময় মানুষের শরীরে ব্যাপক হরমোনাল পরিবর্তন হয়। চিকিৎসকদের ধারণা শরীরের এই হরমোনাল পরিবর্তনের ফলে তিলের আকার বা রঙে পরিবর্তন হতে পারে। এছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে যেমনঃ কিছু ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া, আঘাত, ত্বকের জ্বালা তিলের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

গ্রাম অঞ্চলের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত পানি পান করে তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়। আর্সেনিকযুক্ত পানি পান করলে লিভারের অনেক সমস্যা। হয় তবে আর্সেনিকযুক্ত পানি পান করার ফলে যে ধরনের ব্যাধি হয় তার উপসর্গ হিসাবেও শরীরে তিল হতে পারে। আর্সেনিকযুক্ত পানি পান করাও তিল হওয়ার একটি কারণের অন্তর্ভুক্ত।

তিল মূলত তিন ধরনের হয়ে। সাধারন তিল, অ্যাটিপিকাল তিল এবং জন্মগত তিল। সাধারণ তিলগুলো সাধারণত ছোট, গোলাকার, এবং বাদামী বা কালো রঙের হয়। অ্যাটিপিকাল তিলগুলো সাধারণ তিলের তুলনায় বড়, অসম, এবং রঙে বৈচিত্র্যময় হতে পারে। অ্যাটিপিকাল তিলের ক্ষেত্রে ত্বকের ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেশি থাকে। সর্বশেষ জন্মগত তিলগুলো বড় হয় এবং বিভিন্ন আকার ও রঙের হতে পারে।

মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়

আমাদের আর্টিকেলের মূল উদ্দেশ্য হলো মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম ও মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানো। কিন্তু এই সম্পর্কে আমাদের আর্টিকেলে একটু পরে আলোচনা করা হবে। কারণ আপনাদের আগে বিভিন্ন ধরনের তিল এবং বিভিন্ন ধরনের তিলের চিকিৎসা সম্পর্কে জেনে রাখা উচিত।
মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়
মুখের ছোট ছোট কালো তিল দূর করার বিভিন্ন উপায় আছে। তবে কোন উপায়টি আপনার জন্য সবচেয়ে ভালো হবে তা নির্ভর করবে তিলের ধরণ, আকার, এবং আপনার ব্যক্তিগত পছন্দের উপর। আপনার সুবিধার্থে নিম্নে মুখে ছোট ছোট কালো তিল দূর করার বিভিন্ন উপায় উল্লেখ করা হলো যাতে আপনি আপনার পছন্দ অনুসারে উপায়গুলো অবলম্বন করতে পারেন।

মুখের তিল দূর করার উপায় হিসেবে আমাদের দেশে আলু খুবই জনপ্রিয়। আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট তিলের রঙ হালকা করতে সাহায্য করে। প্রথমে আলু পাতলা পাতলা করে কেটে নিন এবং আলুর টুকরো তিলের উপরে লাগিয়ে 15-20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই উপায়টি কয়েকদিন অবলম্বন করার পরে আপনি নিজই বুঝতে পারবেন আলু আপনার তিলকে দূর করতে সাহায্য করছে কিনা।

বেকিং সোডা হল মুখের তিল দূর করার এক চমকপ্রদ উপায়। বেকিং সোডা এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। শক্তিশালী এই পেস্ট তিলের উপরে লাগিয়ে 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলুন এরপর দেখুন ফলাফল। বলে যেতে পারে মুখের তিল দূর করার জন্য বেকিং সোডার পেস্ট ব্যবহার করলে ম্যাজিকের মত কাজ করে।

লেবু মুখের তিল করতে ব্যাপক সাহায্য করে থাকে। কারণ লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড তিলের রঙ মুছে ফেলতে সাহায্য করে। লেবুর রস তুলার বল দিয়ে তিলের উপরে লাগিয়ে 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন লেবু আপনার তিলের উপরে লাগালে ধীরে ধীরে আপনার তিলের রঙ হালকা হয়ে যাবে এবং তিল মুছে যাবে।

আপনি যদি ব্যস্ততাময় সময় পার করেন এবং আপনার মুখের তিল দূর করার জন্য যদি আপনি শুধুমাত্র রাতে সময় পান, তাহলে আপনি ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। আপনি যখন রাতে ঘুমাবেন তখন আপনার তিলের ওপরে ক্যাস্টর অয়েল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। যদি তিল আপনার মুখে হয় তাহলে সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এর মাধ্যমে অনেক দ্রুত কাজ করে।

এছাড়াও আপনার মুখের তিল দূর করতে আপনি মধু ব্যবহার করতে পারেন। মধু তিলের উপরে লাগিয়ে 15-20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধু আপনার তিল দূর করার পাশাপাশি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে। এজন্য অনেকে তিল দূর করার জন্য মধু ব্যবহার করতে পছন্দ করে। কারণ মধু ব্যবহার করলে একসাথে দুইটি উপকার পাওয়া যাচ্ছে। তবে এটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়।

উপরে যে উপায়গুলো উল্লেখ করা হয়েছে এগুলো সবই মূলত মুখে ছোট ছোট কালো তিল দূর করার ঘরোয়া পদ্ধতির অন্তর্ভুক্ত। আপনার যদি ঘরোয়া পদ্ধতিগুলো ঝামেলা মনে হয় তাহলে আপনি আপনার মুখে ছোট ছোট তিল দূর করার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে পারেন।

মুখের ছোট ছোট তিল দূর করার জন্য জনপ্রিয় কিছু চিকিৎসা পদ্ধতি হলোঃ ঔষধ সেবন, ক্রিম ব্যবহার করা, ফেস সিরাম ব্যবহার করা, ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, সার্জারি। ওষুধ সেবনের মাধ্যমে আপনি সহজেই আপনার মুখের, কালো তিল দূর করতে পারবেন এবং এটি স্বল্প ব্যয়ের একটি মাধ্যম। ক্রায়োথেরাপি পদ্ধতিতে, তরল নাইট্রোজেন ব্যবহার করে তিলকে দূর করে দেওয়া হয়।

লেজার পদ্ধতিতে ইলেকট্রিক লেজারের মাধ্যমে তিল রিমুভ করা হয়। সবচেয়ে কষ্টসাধ্য পদ্ধতি হলো সার্জারির মাধ্যমে তিল দূর করা। কারণ সার্জারি করে তিল দূর করতে বিভিন্ন রকম ধারালো সরঞ্জাম ব্যবহার করা হয়। যেগুলো ব্যবহার করে তিলকে কেটে ত্বক থেকে সরানো হয়। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন উপরোক্ত পদ্ধতিতে আপনার ছোট ছোট কালো তিলগুলো দূর করার।

বড় কালো তিল দূর করার উপায়

যেহেতু আপনি আমাদের আর্টিকেলের উপরের অংশটুকু মনোযোগ দিয়ে পড়েছেন তাই আপনার জন্য বড় কালো তিল দূর করার উপায় জানা অনেক সহজ হবে। কারণ উপরের অংশে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি উপরের অংশ না পড়ে থাকেন তাহলে এখনি উপরের অংশটুকু আবার পড়ে আসেন। কারণ উপরের অংশে বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বড় কালো তিল দূর করার উপায়
তবুও আপনাদের সুবিধার্থে বড় কালো তিল দূর করার উপায় সম্পর্কে আবারও বিস্তারিত আলোচনা করা হলো। যাতে আপনি কোন দ্বিধাদ্বন্দ্বে না ভুগেন এবং বড় কালো তিল দূর করার উপায় সম্পর্কে জানতে পারেন। তবে উপরের পদ্ধতিগুলোর পাশাপাশি আপনি নিম্নোক্ত পদ্ধতিগুলোও অবলম্বন করতে পারেন যা আপনাকে আরো দ্রুত তিল দূর করতে সাহায্য করবে।

রসুনের রস এবং তিলের মধ্যে ব্যাপক শত্রুতা রয়েছে। তাই আপনি যদি রসুনের রস তিলের ওপর ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে তিল ধীরে ধীরে মুছে যাবে এবং ঝরে পড়বে। তাই আপনি চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন। যেহেতু আপনার তিলটি বড় এবং কালো তাই আপনার জন্য শ্রেষ্ঠ ঘরোয়া পদ্ধতি এটিই।

যদি আপনার তিলটি ছোট হত তাহলে আপনার তিল দূর করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যেত। কিন্তু যেহেতু আপনার তিলটি বড় তাই আপনার উচিত আপনার তিল দূর করার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। কারণ অনেক সময় এটি তিল না হয়ে অন্য কিছুর লক্ষণ প্রকাশ করতে পারে। এজন্য সব থেকে ভালো হয় একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া।

মুখে লাল তিল দূর করার উপায়

অনেকের দেখা যায় তিলের রং কালো হওয়ার পরিবর্তে লাল হয়েছে। যাদের এই ধরনের তিল রয়েছে তারা অনেক সময় নানা দুশ্চিন্তায় ভুগে। কিন্তু তারা হয়তো এটা জানে না তিলের রং বিভিন্ন রকম হওয়া একটি স্বাভাবিক বিষয়। তিলের রং লাল হওয়া হরমোন এবং স্বাস্থ্যগত কারণে হতে পারে। তবে তিলের রং লাল হওয়া কোনো দুশ্চিন্তার কারণ নয়।
মুখে লাল তিল দূর করার উপায়
আমাদের আর্টিকেলে মুখের কালো তিল দূর করার যেসব উপায় উল্লেখ করা হয়েছে আপনার মুখে লাল দূর করার জন্য সেই উপায়গুলোই অবলম্বন করতে পারেন। কারণ তিল দূর করার জন্য একই রকম উপায় প্রযোজ্য রয়েছে। এক্ষেত্রে লাল তিল এবং কালো তিলের চিকিৎসা একই রকম। এজন্য আপনি যদি আর্টিকেলের উপরের উপায়গুলো অবলম্বন করেন তাহলেও আপনার মুখের লাল তিল দূর হবে।

নাকের তিল দূর করার উপায়

অনেকে মনে করে মুখের তিল দূর করার উপায় এবং নাকের তিল দূর করার উপায় আলাদা। কিন্তু যারা এই ধারণা বিশ্বাস করে তারা এখনও বোকার স্বর্গে বাস করছেন। কারণ সে হয়তো জানে না তিল নাকে হোক বা মুখে হোক তিল দূর করার উপায় সব একই। তাই আপনারও যদি নাকে তিল হয়ে থাকে তাহলে আমাদের আর্টিকেলের মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়গুলো অবলম্বন করতে পারেন।

গালের তিল দূর করার উপায়

মানবদেহের যেকোন অংশে যদি তিল হয় এবং সেই তিল যদি ছোট হয় তাহলে আপনি আলু, বেকিং সোডা, লেবু, ক্যাস্টর অয়েল এবং মধু ব্যবহারের যে নিয়মগুলো রয়েছে সেগুলো অনুসরণ করবেন। আর এগুলো ব্যবহারের নিয়ম আমাদের আর্টিকেলের উপরের অংশে উল্লেখ করা হয়েছে। আশা করি আপনি গালের তিল দূর করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।

ছেলেদের মুখের তিল দূর করার উপায়

তিল দূর করার ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের নিয়ম একই। অর্থাৎ ছেলেদের মুখে তিল দূর করার উপায় এবং মেয়েদের মুখের তিল দূর করার উপায়ের মধ্যে কোন ভিন্নতা নেই বললেই চলে। তাই আপনি ছেলে হন কিংবা মেয়ে হন সেটা কোন বিষয় নয়। আমাদের আর্টিকেলে উল্লেখিত তিল দূর করার উপায়গুলো ছেলে এবং মেয়ে উভয়ই অবলম্বন করতে পারবে এতে কোন সন্দেহ নেই।

মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম

যেহেতু তিল মুখ এবং ত্বকের সৌন্দর্য নষ্ট করে এর জন্য অনেকেই চায় যে কোন একটি পদ্ধতিতে মুখের কালো তিল দূর করতে। তবে আমাদের আর্টিকেলের উপরের অংশে মুখের তিল দূর করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুবিধা আপনি যদি আমাদের আর্টিকেলের ওই অংশটুকু পড়ে না থাকেন তাহলে মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়গুলো আবার পড়ে নিবেন।

অনেকেই চায় কোন ঝামেলা ছাড়া অল্প দিনের মধ্যে মুখের তিল দূর করতে। তাই তাদের সুবিধার্থে এই আর্টিকেলে সবচেয়ে কার্যকরী মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম উল্লেখ করা হবে, যাতে আপনি আপনার পছন্দ এবং বাজেট অনুসারে ক্রিমগুলো ব্যবহার করে মুখের তিল দূর করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম এবং দাম সম্পর্কে বিস্তারিত।

সবচেয়ে কার্যকর মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম নিম্নরূপঃ
  • Fade Out Cream
  • Balit Intensive CICA CREAM
  • Rejuva Cream
  • Betnovate-N Cream
  • 24k Gold Anti-Melasma facial cream
  • Vicco Turmeric Cream
  • melasma x 3d whitening clinic cream
  • Fair & Lovely Max Fairness Cream
Fade Out Cream ত্বকের রঙ হালকা করতে এবং ত্বকের তিল কমাতে সাহায্য করে। আমাদের ত্বকের রং পরিবর্তনের জন্য মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ কাজ করে। আর আপনি যদি Fade Out Cream ব্যবহার করেন তাহলে এই ক্রিমটি মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের তিল দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

এছাড়াও Fade Out Cream আমাদের ত্বকের ব্রণের দাগ দূর করে ও ত্বকের বর্ণের বৈষম্য কমায়। ক্রিমটি দিনে ২বার ব্যবহার করবেন। ক্রিমটি ব্যবহারের পূর্বে তিলযুক্ত স্থানটি ভালোভাবে ধুয়ে নিবেন এবং ত্বক শুকিয়ে Fade Out Cream লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। ক্রিমটি ব্যবহারের পর সানস্ক্রিন ব্যবহার করুন। Fade Out Cream 50ml এর বর্তমান দাম ৯৫০ টাকা। তবে এলার্জি থাকলে ব্যবহার করবেন না।

Balit Intensive CICA Cream ত্বকের প্রদাহ কমায়, ত্বকের ক্ষতি রোধ করে, ত্বকের তিল দূর করতেও সাহায্য করে। এটিতে সেন্টেলা এশিয়াটিকা নির্যাস রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনার মুখের তিল দূর করার জন্যও Balit Intensive CICA CREAM ব্যবহার করতে পারেন। Balit Intensive CICA CREAM এর বর্তমান দাম ৪৫০ টাকা।

Rejuva Cream ত্বকের বয়সের ছাপ কমায়, ত্বককে উজ্জ্বল করে, ত্বকের তিল দূর করতেও সাহায্য করে, ত্বকের টেক্সচার উন্নত করতে সাহায্য করে। এটিতে বিভিন্ন উপাদান রয়েছে যা ত্বকের জন্য উপকারী। উপকারী উপাদানগুলোর মধ্যে রয়েছেঃ টি-ট্রি অয়েল যা ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে, অ্যালোভেরা যা ত্বককে শান্ত করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

এতে আরো রয়েছে ভিটামিন E যা ত্বকের কোষের ক্ষতি রোধ করে এবং ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে। আপনি চাইলে এই ক্রিমটি ত্বকের কালো তিল দূর করতেও ব্যবহার করতে পারেন। ক্রিমটি ব্যবহার করবে ত্বক পরিষ্কার করে ধুয়ে ক্রিমটি লাগিয়ে মেসেজ করুন। আপনি চাইলে এটি দিনে ২বার ব্যবহার করতে পারেন। Rejuva Cream এর বর্তমান দাম ২৪৫০ টাকার আশেপাশে।

Betnovate-N Cream মুখের কালো তিল দূর করার জন্য ব্যবহার করতে পারেন। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ক্রিম, যেটি Glaxo SmithKline Pharmaceuticals Ltd কর্তৃক প্রস্তুতকৃত। কম বাজেটের মধ্যে অর্থাৎ ১৩১ টাকা মূল্যের ক্রিম হিসাবে Betnovate-N Cream অন্যান্য ক্রিমের তুলনায় কয়েকগুণ এগিয়ে রয়েছে। কারণ এর দাম হিসাবে উপকারিতা অনেক বেশি।

24k Gold Anti-Melasma Facial Cream হল ত্বকের যত্নের ক্রিম যা ত্বকের রঙ হালকা করে, মেলাজমা দূর করতে সাহায্য করে, ব্রণের দাগ হালকা করে, ত্বককে উজ্জ্বল করে, ত্বকের টেক্সচার উন্নত করে এমনি এটি ত্বকের তিল দূর করতেও সাহায্য করে। এতে সোনার গুঁড়ো, কোজিক অ্যাসিড সহ বিভিন্ন উপাদান রয়েছে।

24k Gold Anti-Melasma Facial Cream ব্যবহারের পূর্বে ত্বক পরিষ্কার করে শুকিয়ে নিন। তারপর ক্রিমটি অল্প পরিমাণ আপনার আঙ্গুলের ডগায় নিয়ে ত্বকে ম্যাসাজ করুন এবং ক্রিম শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তবে এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হলে ক্রিমটি ব্যবহার বন্ধ করুন। 24k Gold Anti-Melasma Facial Cream এর বর্তমান দাম ১০০০ টাকার আশেপাশে।

Vicco Turmeric Cream একটি আয়ুর্বেদিক ত্বকের ক্রিম যা বিভিন্ন ত্বকের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে ভারতে খুবই জনপ্রিয়। এটি মূলত হলুদ, চন্দন এবং অ্যালোভেরা সহ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। আপনি চাইলে এই ক্রিমটি ত্বকের তিল দূর করতেও ব্যবহার করতে পারেন। Vicco Turmeric Cream এর বর্তমান দাম ১৬৬২ টাকা।

melasma x 3d whitening clinic cream ত্বকের জন্য অনেক উপকারী। কারণ এই ক্রিমটিতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বকের প্রায় সকল সমস্যাই দূর করতে সক্ষম। আপনি চাইলে এই ক্রিমটি ত্বকের তিল দূর করতেও ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি খুবই উন্নত একটি ক্রিম। melasma x 3d whitening clinic cream এর বর্তমান দাম ৮৫০ টাকা মাত্র।

Fair & Lovely Max Fairness Cream বাংলাদেশে খুবই জনপ্রিয়। বাংলাদেশের প্রায় মানুষই এই ক্রিমটি তাদের মুখে ব্যবহার করে থাকে। যেহেতু এই ক্রিমটি বাংলাদেশের জনপ্রিয়, তাই আপনারা এ সম্পর্কে নিজেরাই বিস্তারিত জানেন। Fair & Lovely Max Fairness Cream 25g এর বর্তমান দাম ১০৫ টাকা। তবে আপনি Fair & Lovely Max Fairness Cream এর বড় প্যাকটি কিনলে দাম বেশী পড়বে।

এছাড়া আপনি মুখের কালো তিল দূর করার জন্য বিভিন্ন ফেস সিরাম ব্যবহার করতে পারেন। উন্নত মানের ফেস সিরাম এর মধ্যে Anti Freckle Whitening Facial Serum অনেক ভালো কাজ করে। আপনি চাইলে এই ফেস সিরাম বাদেও ব্যবহার করতে পারেন। Anti Freckle Whitening Facial Serum 30ml এর বর্তমান দাম ১৫০০ টাকা।

এই ফেস সিরাম এবং ক্রিমগুলো আপনার ত্বকের বিভিন্ন সমস্যার দূর করতে সক্ষম কারণ এই ক্রিমগুলো শক্তিশালী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এজন্য এই ক্রিমগুলোর দাম সাধারণ ক্রিমের তুলনায় একটু বেশি। আপনার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এবং মুখের কালো তিল, লাল তিল, বাদামী তিল দূর করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের সকল জনপ্রিয় এবং সবচেয়ে কার্যকরী মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম, দাম এবং ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি আপনি মুখের কালো তিল দূর করার ক্রিম সম্পর্কে সকল তথ্য বিস্তারিত জানতে পেরেছেন। তবে আপনার মুখে যদি কালোতিলের সমস্যা থাকে তাহলে আপনার উচিত সর্বপ্রথম একজন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া।

মুখের তিল দূর করার হোমিও ঔষধ

অনেক পরিবারে ছোট থেকেই বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় হোমিও ঔষধ সেবন করা হয়। তো তাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে মুখের কালো তিল দূর করার এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি হোমিও ঔষধ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হল। তাই মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

মুখের তিল দূর করার হোমিও ঔষধ নিম্নরূপঃ
  • Oleum Santali Q
  • Berberis Aquifolium Q
  • Thuja occidentalis Q
  • Thuja occidentalis 200
Oleum Santali Q মুখের তিল দূর করার জন্য ব্যাপক কাজ করে থাকে। আপনি এই ওষুধটি যেকোন হোমিওপ্যাথিক দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার শরীরে বা আপনার মুখে যে সমস্ত স্থানে তিল রয়েছে সেই স্থানগুলোতে Oleum Santali Q হোমিওপ্যাথিক ওষুধটি তুলাতে নিয়ে দিনে তিনবার ব্যবহার করুন। এভাবে দুই থেকে তিন মাস ব্যবহার করলে মুখের তিল দূর হয়ে যায়।

Berberis Aquifolium Q হোমিওপ্যাথিক ঔষধের কার্যকারিতা আপনি বিশ্বাস করবেন না, যদি না আপনি ব্যবহার করেন। হোমিওপ্যাথিক ঔষধের ক্ষেত্রে Berberis Aquifolium Q ব্যাপক ব্যবহৃত হয় ত্বকের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। আবার এটি অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা হয়। এই ওষুধটি দিনে দুই থেকে তিনবার, দুই মাস ব্যবহার করলে মুখের তিল দূর হয়ে যায়।

Thuja occidentalis Q হোমিওপ্যাথিক ওষুধটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন: ব্রণ, মেসতা, উচু কালো তিল দূর করতে ব্যাপক সাহায্য করে থাকে। আপনার ত্বকের যে স্থানে ব্রণ, মেসতা বা তিলের সমস্যা রয়েছে সেই স্থানে দিনে দুই থেকে তিনবার Thuja occidentalis Q ঔষধটি ব্যবহার করুন। ৩ মাস Thuja occidentalis Q বাবহারে তিল দূর করা সম্ভব।

উপরে উল্লেখিত মুখের তিল দূর করার হোমিও ঔষধ গুলো আপনি আলাদা আলাদা ভাবে ব্যবহার করে দেখতে পারেন কিংবা আপনি চাইলে Oleum Santali Q, Berberis Aquifolium Q, Thuja occidentalis Q হোমিওপ্যাথিক ঔষধগুলো সমপরিমাণে ক্রয় করে একটি বোতলে মিক্স করে ব্যবহার করতে পারেন। এগুলো যেকোন ভাবে ব্যবহার করলেও মুখের তিল দূর হবে।

এছাড়া Thuja occidentalis 200 হোমিওপ্যাথিক ঔষধটি আপনি সেবন করতে পারেন। অর্থাৎ আপনার যদি Oleum Santali Q, Berberis Aquifolium Q, Thuja occidentalis Q ঔষধ গুলো ব্যবহার করতে ঝামেলা মনে হয় তাহলে আপনি Thuja occidentalis 200 সেবন করতে পারেন। এটি প্রতিদিন সকালে এক ফোটা করে এক মাস খেলে মুখের তিল দূর হয়ে যায়।

আশা করি আজকের এই আর্টিকেলে মুখের তিল দূর করার যে হোমিও ঔষধগুলো উল্লেখ করা হয়েছে আপনি যদি আর্টিকেলের নির্দেশনা মতে হোমিওপ্যাথিক ঔষধগুলো ব্যবহার ও সেবন করেন তাহলে অবশ্যই আপনার মুখের তিল দূর হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে বিস্তারিত।

শেষ কথা

এই আর্টিকেলে আপনাদের সুবিধার্থে মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় বড় কালো তিল দূর করার উপায়, মুখে লাল তিল দূর করার উপায়, নাকের তিল দূর করার উপায়, গালের, তিল দূর করার উপায়, ছেলেদের মুখের তিল দূর করার উপায়, মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম, মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানবো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

dfsfsdfdg